ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৫৭ এএম, ৩০ এপ্রিল ২০১৫

নওগাঁ শহরের হরিজন কলোনি থেকে পরোশি রানী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। পরোশি হরিজন কলোনির মুনু সরকারের স্ত্রী।

নওগাঁ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানায়, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ শয়ন ঘর থেকে পরোশির লাশ উদ্ধার করা হয়। এসময় তার গলায় কালো চিহ্ণ পাওয়া যায়। রাতে স্বামী-স্ত্রী একসাথে ঘুমালেও ঘটনার পর থেকে তার স্বামী মুনু সরকার পলাতক রয়েছে।

তবে পরোশি আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস/আরআইপি