ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৫ এপ্রিল ২০১৭

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শশা নামক স্থানে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, নগরকান্দা থেকে ফরিদপুর যাওয়ার সময় শশা নামক এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এস এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এস এম তরুণ/আরএআর/পিআর