ভাঙ্গায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
চুমুরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিম সিকদার মিলন জানান, দুবাই প্রবাসী আরব আলী হাওলাদারের ছেলে রিফাত হাওলাদার (৫) ও আরশাফ আলী হাওলাদারের মেয়ে মোহনা হাওলাদার (৪) মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায়।
অনেকক্ষণ তাদের দেখা না পেয়ে খোঁজ করা শুরু করে পরিবারের সদস্যরা। অনেক খুঁজে কোথাও না পেয়ে পুকুরে পড়ে গেছে এমন সন্দেহে স্থানীয়রা পুকুরে নামেন। পরে ঘণ্টাব্যাপী তল্লাশির পর পুকুর থেকে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
বিএ