ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৭

মানসিক চাপ সইতে না পেরে নওগাঁর মান্দায় শাকিলা খাতুন (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকেলে উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাকিলা একই গ্রামের সুজন আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী ছিল খালাতো ভাই-বোন। প্রায় ৫ বছর আগে তাদের বিয়ে হয়। সংসার জীবনে তাদের কোনো সন্তান ছিল না। মাস কয়েক আগে পেটের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যায়। শাকিলা খাতুন মানসিক সমস্যায় ভুগতেন।

এছাড়া এ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হতো। বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় বাড়ির ভেতরে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাকিলা। পরিবারের লোকজন বাড়িতে ফিরে শাকিলাকে গাছে ঝুলতে দেখে থানা পুলিশকে সংবাদ দেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল বলেন, এর আগেও শাকিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার গলায় অনেকগুলো তাবিজও দেখা গেছে। মানসিক সমস্যার কারণে এটি ঘটতে পারে।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আব্বাস আলী/এএম/এমএস