ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৫ দিন ধরে বিদ্যুৎহীন নড়াইলের বিভিন্ন এলাকা

প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৭

পাঁচদিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছে নড়াইলের বিভিন্ন এলাকা। ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় নড়াইলের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ নেই।

গত ২১ এপ্রিল (শুক্রবার) রাত থেকে বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে, কালিয়া উপজেলার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎসেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে, নড়াইল সদরের বিভিন্ন এলাকায় ২৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এসব এলাকাসহ আশেপাশের গ্রামগুলোতে গত তিনদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে ফ্রিজের খাদ্যদ্রব্য নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।

গত রোববার রাত সাড়ে ৮টা ও সোমবার বেলা ১১টার দিকে নড়াইলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ায় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পল্লীবিদ্যুৎ নড়াইল আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দিলীপ কুমার বাইন জানান, ঝড়ে নড়াইল সদরে ২৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। গাছপালা ভেঙে তারের ওপর পড়ায় তা অপসারণ করে বিদ্যুৎ লাইন সচল করার চেষ্টা চলছে।

তিনি দাবি করে বলেন, মঙ্গলবার ৬০ ভাগ এলাকায় বিদ্যুৎলাইন সচল হয়েছে। আজকের (বুধবার) মধ্যে অন্যান্য এলাকায়ও বিদ্যুৎলাইন সচল হবে।

হাফিজুল নিলু/এএম/এমএস