ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা-লুট

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৭

কুষ্টিয়ার খোকসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে মসজিদ থেকে মাইকিং করে দুই কাউন্সিলরের সমর্থকদের ২০টি বাড়িতে হামলা ও লুটপাট করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। হামলায় কমপক্ষে ২৩ নারী পুরুষ ও শিশু আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায়, গ্রামের ভেতর দিয়ে দ্রুত মোটরসাইকেল চালানোর ঘটনা কেন্দ্র করে পরাজিত ইউপি কাউন্সিলর প্রার্থী ফারুকের সমর্থক এনজিও কর্মী রাকিবের ওপর হামলা করে প্রতিপক্ষ জহুরুল কাউন্সিলরের সমর্থকরা। এ ঘটনার নিষ্পত্তির জন্য বুধবার দুপুরে উপজেলা কৃষক লীগের সভাপতি ও ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু ওসমানপুর কলতলা গ্রামে সালিশি বৈঠকে বসে।

এ সময় চেয়ারম্যানের গ্রাম দেবীনগড়ের মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে জহুরুল কাউন্সিলরের বাড়িতে হামলা ও লুটপাট চালায়।

হামলাকারীরা আবদুস সালাম, রিপন, সোবাহান, শাজাহান, ময়েন, আবু তালেব, মুক্তার, হাসান, মতিন, হেকমত আলীর বাড়িসহ প্রায় ২০টির বেশি বাড়ির দরজা জানালা ও টিনের বেড়া ভাঙচুর করে।

এ ঘটনায় আহতদের মধ্যে সাব্বির (১৮), শাজাহান (৪২), রজব আলীসহ (৬০) আটজনকে খোকসা ও কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ হামলা ও লুটতরাজের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

KHOKSA2

জহুরুল মেম্বার অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জের ধরে কৃষকলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান পরিকল্পিতভাবে মাইকিং করে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বন্দুকের গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা লুটতরাজ করে বলেও তিনি অভিযোগ করে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি অভিযোগ করেন পুলিশের উপস্থিতিতে হামলাকারীরা হামলা চালায়। এ সময় পুলিশের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

কৃষকলীগ সভাপতি ও ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু জানান, মূলত বিরোধ জহুরুল মেম্বার ও তার প্রতিপক্ষ ফারুকের মধ্যে। দুই পক্ষ ফোন করে তাকে ডেকে নিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা পুলিশের এসআই হুমায়ন রেজা হামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে মাইকিং করে হামলার বিষয়টি তিনি অস্বীকার করেন। হামলার সময় তিনি ও পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও জানান এই কর্মকর্তা।

আল-মামুন সাগর/এএম/এমএস