ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাত কেটে ফেলার ঘটনায় পল্লী বিদ্যুতের দু`জন বরখাস্ত

প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৮ এপ্রিল ২০১৭

পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে আহত হওয়ার ঘটনায় দু`জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৫ এপ্রিল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানব সম্পদ বিভাগ থেকে তাদের সাময়িক বরখাস্তের আদেশ আসে।

সাময়িক বরখাস্তরা হলেন, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান আক্তার হোসেন ও উজ্জ্বল হোসেন। তাদের দুই কর্মীকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সিলেট কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস।

২৫ এপ্রিলের ওই ঘটনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই দিন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে উপমহাব্যবস্থাপক শাহ আলম ও সহকারী মহাব্যবস্থাপক আসিফ উদ্দিনকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল বুধবার বিকেলে বিঝারী গ্রামে ঝড়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার মাটিতে পড়ে যায়। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি জেলা কার্যালয়কে স্থানীয়রা মোবাইল ফোনে বিষয়টি জানান। মোবাইল ফোনে জানালেও সঞ্চালন লাইন মেরামত না করে বৃহস্পতিবার লাইনটি চালু করেন।

বিকেলে বাড়ি থেকে আসরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে গুরুতর আহত হয় সিয়াম। পরে স্থানীয়রা আহত অবস্থায় সিয়ামকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সিয়ামের শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে। সংক্রমণ দেখা দেওয়ায় ১২ এপ্রিল তার বাঁ হাত কবজির ওপর থেকে কেটে ফেলা হয়। একই কারণে ১৬ এপ্রিল তার ডান হাতেরও কবজির ওপর থেকে কেটে ফেলতে হয়। তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় সেখানেও অস্ত্রোপচার করাতে হবে।

ছগির/এমএএস/পিআর