ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জ পৌর যুবদলের সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২৯ এপ্রিল ২০১৭

নাশকতা ও সরকারি কাজে বাঁধাদানসহ ৮টি মামলায় সিরাজগঞ্জ পৌর যুবদলের সভাপতি রেজাউল জোয়াদ্দারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে শহরের রেলওয়ে কলোনরি নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক রেজাউল পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আব্দুল মান্নান জোয়াদ্দারের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির আন্দোলন চলাকালীন সময়ে সদর উপজেলার রামগাতীতে পেট্রল বোমা হামলায় নিহত হয় পান ব্যবসায়ী গনেশ দাস। এই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রেজাউল জোয়াদ্দার। তার বিরুদ্ধে ২টি মামলার ওয়ারেন্টসহ নাশকতার ৮টি মামলা রয়েছে।

এদিকে রেজাউল জোয়াদ্দারের গ্রেফতারে প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস