ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০১ মে ২০১৫

নেত্রকোনার পূর্বধলায় বিকেল ৫টার দিকে মোবাইল কোর্ট পরিচালনার সময় এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর গ্রামের মতিউর রহমানের ছেলে রণি রহমান নিজেকে ম্যাজিস্ট্রেট দাবি করে পূর্বধলা বাজারের ওলিউর রহমানের মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির মান খারাপ বলে ১০ হাজার টাকা জরিমানা দাবি করেন।

এসময় দোকানের মালিকের সন্দেহ হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিনকে জানানো হলে তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে রণি রহমানকে ভুয়া ম্যাজিস্ট্রেট হিসেবে সনাক্ত করেন।

পরে বিষয়টি পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসফিকুর রহমানকে জানালে তিনি ভুয়া ম্যাজিস্ট্রেট রণি রহমানকে গ্রেফতার করেন।

কামাল হোসাইন/এমজেড/আরআই