ফিরোজা বানু স্বজনদের কাছে ফিরতে চান
নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ ভর্তি হয়ে থাকা ফিরোজা বানু (৬০) নামের এক বৃদ্ধা তার স্বজনদের কাছে ফিরতে চান। গত বছরের নভেম্বর মাসে রাণীনগর রেল স্টেশনে অসুস্থ্য অবস্থায় পড়ে থাকতে দেখে শিক্ষক হারুনুর রশিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তাকে।
গুরুতর অসুস্থ্য থাকায় বৃদ্ধা প্রথম দিকে কোন কিছু বলতে না পারলেও বর্তমানে অনেকটা সুস্থ্য হওয়ার পর তিনি নিজের নাম ফিরোজা বানু, গ্রাম: পাঁকা বাবলা বোনা, ডাকঘর: রাধাকান্তপুর ও জেলা: চাপাইনবাবগঞ্জ ছাড়া কোন কিছুই বলতে পারছেন না।
তিনি বর্তমানে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় আছেন এবং স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বৃদ্ধার দেখভাল করে আসছেন।
বৃদ্ধার আত্মীয়-স্বজন যদি কেউ থেকে থাকেন, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আব্বাস আলী/এমজেড/পিআর