হুজির আঞ্চলিক নেতা ঝিনাইদহে গ্রেফতার
ঝিনাইদহ সদর উপজেলার হরকাতুল জিহাদের দায়িত্বপ্রাপ্ত আমির ও আঞ্চলিক এক নেতাকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব। শনিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে মাওলানা আব্দুল আলিমকে (৫০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাওলানা আব্দুল আলিম সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার অভয়তলা গ্রামের আজিজুল হকের ছেলে। তাকে চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ র্যাবের মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ঝিনাইদহ সদরের হাটগোপালপুর এলাকায় অভিযান চালিয়ে হরকাতুল জিহাদের আঞ্চলিক নেতা ও সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় সন্ত্রাস ও জঙ্গি আইনে একটি মামলা রয়েছে। তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে