শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা
পেটের পীড়া সহ্য করতে না পেরে শরীয়তপুরের আংগারিয়া ইউনিয়নে মো. আফজাল হোসেন মুন্সী (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার সকাল ১০টার দিকে সাবেক সিংগারিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আফজাল হোসেন মাদারীপুর জেলার সিলারচর গ্রামের আবুল কালাম মুন্সীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আফজাল হোসেন ১২ বছর ধরে পেটের ব্যথায় ভুগছেন। ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে সুস্থ হতে পারেননি তিনি। গত তিন সপ্তাহ ধরে ব্যথাটা ক্রমেই বেড়ে যাওয়ায় ফকির দেখানোর জন্য গতকাল শুক্রবার শরীয়তপুরে শশুরবাড়িতে আসেন। শনিবার সকালে স্ত্রী আসমা বেগমকে দোকানে ঠান্ডা পানি আনতে পাঠিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আফজাল।
নিহতের ছোট ভাই দুলাল হোসেন মুন্সী বলেন, ভাইকে ফকির দেখানোর জন্য গতকাল রাতে ভাই-ভাবি, ভাইয়ের দুই ছেলে-মেয়েসহ তালই বাড়ি আসি। সকালে ফকির দেখাতে নিয়ে যেতে চাইলে ভাই যেতে চায় না। আমি ভাইয়ের শ্বশুর-শাশুড়িকে নিয়ে ফকির আনতে যাই। বাড়িতে এসে শুনি সে আত্মহত্যা করেছে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, এ ঘটনার পর সকালে প্রতিবেশীরা থানায় খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ছগির হোসেন/আরএআর/আরআইপি