ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৯:১৬ এএম, ০২ মে ২০১৫

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কের বোয়ালমারি নামক স্থানে করিমন-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আফজাল (২৩) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় করিমন চালক এনাজ উদ্দীন (২৮) ও  রেন্টু (৩৫) গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত আফজাল আলমডাঙ্গা উপজেলার মোমিনপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মাছ ব্যবসায়ী আফজালসহ ৩-৪জন মাছ বিক্রি করার উদ্দেশ্যে করিমনযোগে চুয়াডাঙ্গা শহরে যাচ্ছিল। এসময় বোয়ালমারি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আফজাল,এনাজ ও রেন্টু গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে সেখানে আফজালের মৃত্যু হয়। এসময় আফজালের আত্নীয়-স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে লাঞ্চিত করে লাশ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামরুজ্জামান জানান, এ ঘটনার ব্যাপারে আমার জানা নেই। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

প্রতিনিধি/এসএস/পিআর