পূর্ব শত্রুতার জের ধরে হামলা
শরীয়তপুর সদর উপজেলার দেওভোগ গ্রামের আতাউর রহমান পিন্টু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছেন সন্ত্রাসীরা। দেওভোগ এলাকার বাসিন্দা আ. হক মোল্লার বাড়ি থেকে নিজ বাড়িতে আসার সময় মজিবর রহমান খোকন বেপারীর (৫০) নেতৃত্বে সন্ত্রাসীরা শুক্রবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মজিবর মোল্লার বাড়ির সামনে এ হামলা চালান।
শরীয়তপুর সদর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আতাউর রহমান পিন্টু মোল্লা ও মজিবর রহমান খোকন বেপারীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। পিন্টু মোল্লা বাড়িতে যাওয়ার সময় খোকন বেপারীর নেতৃত্বে মিজান মোড়ল (৩৮), মামুন চোকদার (২৮), কামাল শেখ (৩৮) ও রুবেল শেখ (২৮) রামদা, লোহার রড, হকিস্টিক, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আতাউর রহমান পিন্টু মোল্লার উপর কোপ দিয়ে গুরুতর জখম করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাকে এলোপাথারি মারা হয়। তার ভাবি শিল্পী বেগম ও জনৈক মো. হাবিব ছৈয়াল তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও আহত করা হয়।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ৩ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। তবে আতাউর রহমান পিন্টু মোল্লার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মজিবর রহমান খোকন বেপারী ও আক্তার সরদার নামে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পিন্টু মোল্লার বড় ভাই আ. খালেক মোল্লা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে পালং মডেল থানায় ১টি মামলা দায়ের করেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ব্যাপারে ১টি মামলা দায়ের করা হয়েছে। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
মো.ছগির হোসেন/এমজেড/আরআই