ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

প্রকাশিত: ১১:২০ এএম, ০১ মে ২০১৭

জয়পুরহাটের পাঁচবিবি-বাজিতপুরে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। সোমবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল পাঁচবিবি পৌর শহরের গোহাটি এলাকার সীতা ফকিরপাড়া মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে এবং পাঁচবিবি উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আমিনুল ইসলাম ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে পাঁচবিবি থেকে একই উপজেলার বাজিতপুর মিশন মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতমুখী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আশরাফুল ইসলাম।

রাশেদুজ্জামান/এএম/পিআর