সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারী ও বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাখি পারভীন (২৩) নামে এক নারী ও রায়গঞ্জে বজ্রপাতে তুফান আলী তালুকদার (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চুনিয়া খলিসাপাড়া ও সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের দস্তপাড়া মাঠে এ পৃথক ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চুনিয়া খলিসাপাড়া গ্রামের হাজী আব্দুর রহমান বাবুর মেয়ে রাখি পারভীন ও রাযগঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের শ্রীরামেরপাড়া গ্রামের আজমত আলী তালুকদারের ছেলে তুফান আলী তারুকদার।
ঘুড়কা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ মো. জিলুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষক তুফান আলী সোনাখাড়া ইউনিয়নের দস্তপাড়া মাঠে কৃষি কাজ করছিলেন। কাজ শেষে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী জানান, বিকেলে রাখি পারভীন গোসল শেষে বাড়ির পাশেই কাপড় শুকাতে দিতে যান। এ সময় পল্লীবিদ্যুতের তারের সঙ্গে কাপড় জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস