ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০২ মে ২০১৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মতিন তুহিন (২৮) নামে এক সেলুন কারিগর নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ভজনপুর কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ঝড়ের কারণে বাড়ির পাশের একটি গাছে বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুতায়িত হয়। সকালে তুহিন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে বাড়ি পাশের বিদ্যুতায়িত গাছে হেলান দিলে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ মসয় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মতিন তুহিনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এএম/পিআর