পঞ্চগড়ে ৪ দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি
পঞ্চগড়ে ইউনিয়ন পর্যায়ে প্রাণিসম্পদ কৃত্রিম প্রজনন (এআই) টেকনিশিয়ানদের পদ সৃষ্টি করে স্থায়ী নিয়োগসহ ৪ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে প্রাণিসম্পদ কৃত্রিম প্রজনন (এআই) টেকনিশিয়ানরা।
মঙ্গলবার সকাল থেকে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি পঞ্চগড় জেলা শাখা এই কর্মবিরতি শুরু করে।
পরে সংক্ষিপ্ত পথসভায় বাংলাদেশ সমিতির পঞ্চগড় শাখার সভাপতি মর্তুজা রহমান, সাধারণ আইবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা প্রতি ইউনিয়নে এআই টেকনিশিয়ান পদ সৃষ্টির মাধ্যমে কর্মরতদের আত্মীয়করণ, কৃত্রিম প্রজনন নীতিমালা লঙ্ঘন করে বেসরকারি সংস্থার কর্মী প্রত্যাহার, কৃত্রিম প্রজনন সংক্রান্ত নীতি নির্ধারণ কমিটিতে সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্তকরণ এবং একই ইউনিয়নে একাধিক এআই টেকনিশিয়ান নিয়োগ বন্ধের দাবি জানান।
সফিকুল আলম/এএম/আরআইপি