ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মধুখালীতে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৫ এএম, ০২ মে ২০১৭

ফরিদপুরের মধুখালী উপজেলায় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।

সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল সোমবার রাতে মধুখালী উপজেলার জাহাপুর বাজার থেকে নিজাম ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী জাহাপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চার ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য চার ডাকাত হলেন শহীদ মাতুব্বর (৪০), মনিরুল শিকদার (৩৮) হাবিবুল্লাহ শেখ ওরফে হাবিল (৩৪) ও মনিরুল ইসলাম (৩৫)।

ডাকাতদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, তিনটি তাজা ককটেল ও বিভিন্ন ধরনের ধারাল অস্ত্রসহ ডাকাতির ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ গোলাম মোস্তফা, জামাল পাশা, আমিনুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেফতার ডাকাতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে মধুখালী থানায় ডাকাতি ও অস্ত্র মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এস.এম. তরুন/এএম/আরআইপি