ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিমান দেখতে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৪ মে ২০১৭

সিরাজগঞ্জের তাড়াশে বিমান দেখতে গিয়ে ধানবাহী ট্রলির নিচে চাপা পড়ে সালমান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কোহিত গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান কোহিত গ্রামের মোস্তফার ছেলে।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আনন্দ কুমার জানান, সকালে গ্রামের উপর দিয়ে একটি বিমান উড়ে যাওয়ার সময় শিশু সালমানসহ অন্য শিশুরা আকাশের দিকে তাকিয়ে দৌড়ে রাস্তায় বের হয়ে আসে। এসময় শ্যালো ইঞ্জিনচালিত ধানের বস্তা বোঝাই একটি ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলি ও চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর