ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তিন মাসের মধ্যে পুরাতন মামলা নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির

প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০৫ মে ২০১৭

নওগাঁয় আগামী তিন মাসের মধ্যে পুরাতন মামলা নিষ্পত্তি করার জন্য স্ব-স্ব আদালতকে নিদের্শ প্রদান করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এসময় তিনি বিচার বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য পরামর্শ দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, যদি আইনের শাসন চলে যায় তাহলে আমরা সেই বর্বর যুগে চলে যাব। সমাজ সভ্যতা টিকবে না। তাই রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, প্রশাসন এবং প্রসিকিউশনকে একযোগে কাজ করে বিচার বিভাগ রক্ষা, মানবাধিকার রক্ষা এবং জনগণের নিরাপত্তা বিধানের জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

এছাড়াও তিনি নওগাঁ ম্যাজিস্ট্রেট কোর্টের কোনো নিজস্ব ভবন নেই জেনে তা অচিরেই সমাধানের আশ্বাস প্রদান করেন।

জেলা জজশীপ নওগাঁর আয়োজনে সিনিয়র জেলা ও দায়রা জজ আরিফুর রহমানের সভাপতিত্বে রেজিস্ট্রার জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট সৈয়দ আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফজলে রাব্বী বকু, সিভিল সার্জন ডা. রওশন আরা, গণপূর্ত  অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বাকী বিল্লাহ, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার সালাউদ্দীন মিন্টু, সাধারণ সম্পাদক আবু বেলাল হোসেন জুয়েল, পাবলিক প্রসিকিউটর আব্দুল খালেদসহ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় জেলার সকল স্তরের বিচারকগণ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে প্রধান বিচারপতি জেলা জজশিপের বিভিন্ন আদালত পরিদর্শন এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আব্বাস আলী/এফএ/এমএস