ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লাশ হয়ে ফিরল তিথি-জাহিদুল

প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০৬ মে ২০১৭

সিরাজগঞ্জের বেলকুচির আঞ্চলিক সড়কে বৈদ্যুতিক খুঁটিবাহী পিকআপ ভ্যানের চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী-কড়িতলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে তিথি (৫), একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদুল (৭)। এরা দুজনেই স্থানীয় শাহীন কিন্ডার গার্টেন স্কুলের প্রথম ও প্লে শ্রেণির শিক্ষার্থী।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মুকুন্দগাঁতী কড়িতলার শাহীন কিন্ডারগার্টেন স্কুলের ক্লাস শেষে ওই দুই শিশু ব্যাটারিচালিত অটোভ্যানযোগে বাড়ি ফিরছিল। এসময় কামারপাড়া থেকে বেলকুচিগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু জাহিদ মারা যায়।

গুরুতর আহত অবস্থায় শিশু তিথিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পিকআপ ভ্যানটিকে আটক করলেও চালক পলাতক রয়েছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস