মঠবাড়িয়ায় মাহেন্দ্র উল্টে ২ ব্যবসায়ী নিহত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালীতে যাত্রীবাহী মাহেন্দ্র উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অপর তিন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন মঠবাড়িয়া উপজেলা সদরের মেসার্স মমিন বস্ত্রালয়ের মালিক মাওলানা আব্দুস সালাম (৭০) ও তৌফিক মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে মাহেন্দ্র গাড়িটি ভান্ডারিয়ার চরখালী থেকে যাত্রী নিয়ে মঠবাড়িয়া যাচ্ছিল। পথিমধ্যে পিরোজপুর পাথরঘাটা সড়কে তুষখালী কলেজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ধুমড়েমুচড়ে যায়।
এ সময় মাহেন্দ্রযাত্রী মঠবাড়িয়া উপজেলার বেতমোড় গ্রামের মৃত মমিন উদ্দিন সুফির ছেলে ব্যবসায়ী মাওলানা আব্দুস সালামের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তৌফিক মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল পাঠানোর পথে মৃত্যু হয়। তৌফিক মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর পৌরসভার পূর্ব চন্দ্রা এলাকার মৃত গুলজার মিয়ার ছেলে।
তিনি দীর্ঘদিন মঠবাড়িয়ায় থেকে কাপড় পরিষ্কারের নওরিং নামের ওয়াসিং পাউডারের ব্যবসায় করতেন বলে একটি সূত্র জানিয়েছে। আহত যাত্রীরা হলেন ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের মৃত আমজাদ মাস্টারের স্ত্রী গোলেনূর বেগম (৭০) , মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী সেতারা বেগম (৫৫) ও হাকিম খানের ছেলে সালাম খান (২৫)।
তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাহেন্দ্রটির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধুমড়েমুচড়ে যাওয়া মাহেন্দ্রটি জব্দ করেছে পুলিশ।
হাসান মামুন/এএম/জেআইএম