ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ’

প্রকাশিত: ০২:১০ পিএম, ০৬ মে ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের জোয়ার বয়ে যাবে। দেশের জনগণ ব্যালটের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকারের সব ষড়যন্ত্রের জবাব দেবে। তাই আগামী নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

শনিবার বিকেলে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শওকত মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। বিএনপি ক্ষমতায় গেলে এ অবৈধ সরকারের আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনের বিকল্প নেই। এ জন্য দলে নিজেদের মধ্যে সব বিরোধ ভুলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী আন্দোলন ও নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।

প্রতিনিধি সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম শামীম, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, কেন্দ্রীয় নেতা রবীন্দ্র লাল চাকমা, জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আরআইপি