নারায়ণগঞ্জে ৩টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি পলি ফ্যাক্টরিসহ তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেট হোসনে আরা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেট হোসনে আরা বেগম জানান, অবৈধভাবে পলিথিন উৎপাদন, পলিথিন বাজারজাত, বিতরণ ও মজুদ করার অপরাধে অভিযুক্ত পাগলা বাজারস্থ রাসেল প্রিন্টিং প্রেস নামক পলি ফ্যাক্টরিকে ১৯৯৫ সংশোধীত ২০১০-৬ (ক) এর বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নোংড়া পরিবেশ ও অদক্ষ টেকনেশিয়ান ধারা কাজ করার অভিযোগে একই এলাকায় অবস্থিত ডক্টরস ডায়াগনেস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন ২০০৯ ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সোনারগাঁও হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শাহাদাৎ/এমএএস/আরআইপি
বিজ্ঞাপন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গর্ভবতী নারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলো পুলিশ
- ২ কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ৩ দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম
- ৪ সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ: নাহিদ ইসলাম
- ৫ পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আব্দুস সালাম