রাঙামাটিতে পরিবহন ধর্মঘট পালিত
রোববার রাঙামাটি জেলায় শান্তিপূর্ণ পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে বিকেল পর্যন্ত সড়ক ও পানিপথে অভ্যন্তরীণ এবং দূরপাল্লায় কোনো রুটে কোনো প্রকার যাত্রী ও পণ্যবাহী পরিবহন সার্ভিস চলাচল করেনি। এতে আটকে ভোগান্তিতে পড়েন অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীসাধারণ। তবে হালকা-পাতলা মোটরসাইকেলসহ নিজস্ব পরিবহন চলাচল করেছে।
পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস, লুট, ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ করে সড়ক ও পানিপথে যাবতীয় যান চলাচলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয় স্থানীয় যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
দুপুরের দিকে শহরের রিজার্ভ বাজার ও বনরূপাসহ কয়েকটি এলাকায় দাবির সমর্থনে মিছিল বের করেন, যানবাহন মালিক ও শ্রমিকরা।
রাঙামাটি যানবাহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মঈন উদ্দিন সেলিম ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বলেন, যানবাহন চলাচলে সন্ত্রাসীদের লুট, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণ ঘটনায় অতিষ্ঠ আমরা।
কিন্তু এই ব্যাপারে নির্বিকার প্রশাসন। অবিলম্বে সন্ত্রাসীদের এসব কর্মকাণ্ড বন্ধ করে সড়ক ও পানিপথে যান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা না হলে লাগাতার কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হবো।
তারা জানান, শুক্রবার সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। কিন্তু দাবির ব্যাপারে প্রশাসনের আশ্বাসে তা থেকে সরিয়ে আপাতত রোববার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন করা হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এএম/আরআইপি