ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোণায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণ

প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৪ মে ২০১৫

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মাঝে টিনসহ গৃহ নির্মাণের অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার বিরিশিরি কারিতাস অফিস মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রকল্প পরিচালক অপূর্ব ম্রং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিরিশিরি ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রুহু), চণ্ডিগড় ইউপি চেয়ারম্যান মো. আলতাবুর রহমান কাজল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রোগ্রাম অফিসার মি. অসীম এ মানখিন, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক স্বপন হাজং, মাঠ কর্মকর্তা মি. নিউটন মানখিন প্রমুখ।

কামাল হোসাইন/এসএস/আরআই