ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবি

প্রকাশিত: ০৬:৫২ এএম, ০৮ মে ২০১৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালু ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

সোমবার সকাল ১০টা থেকে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে শুরু হওয়া এই মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আব্দুস সামাদ ফকির প্রমুখ।

উল্লেখ্য, শাহজাদপুর তথা সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৫ সালের ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তারই নামে দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেসময় বিশ্ববিদ্যালয়টি ভারতের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর আদলে প্রতিষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনের দুই বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় চালুর কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সিরাজগঞ্জের রবীন্দ্র অনুরাগীদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর