ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কামারখন্দ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৮ মে ২০১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব অবহেলার অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অধীনস্থ ওয়ার্ড কমিটির সম্মেলন করার জন্য নির্দেশ দেয়া হলেও তা বাস্তবায়ন করেনি।

এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় কামারখন্দ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি