ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বন কর্মকর্তাকে মারধর, মেয়রসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৮ মে ২০১৭

পিরোজপুরের নেছারাবাদে উপজেলা বন কর্মকর্তাকে মারধরের অভিযোগে স্বরূপকাঠী পৌর মেয়র গোলাম মো. কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার পিরোজপুর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামানের আদালতে মামলাটি করেন নেছারবাদ উপজেলা বন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। মামলাটি আমলে নিয়ে নেছারবাদ থানা পুলিশের ওসিকে নথিভুক্ত করার নিদের্শ দিয়েছেন বিচারক।

অন্য আসামিরা হলেন, নেছারবাদ উপজেলার সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, আটঘর কুড়িয়ান ইউপি চেয়ারম্যান শেখর শিকদার, সমুদয়কাঠী ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ করিম সবুর তালুকদার, সুটিয়াকাঠী ইউপি চেয়ারম্যান মো. গাউস তালুকদার ও স্থানীয় সাংবাদিক মো. কাওসার তালুকদার।

বাদীর আইনজীবী মোস্তফা কামাল শামীম জানান, গত ৬ এপ্রিল স্বরূপকাঠি উপজেলার কৌড়িখারা খালের মধ্যে থেকে সুন্দরী, গেওয়াসহ নানা জাতের গাছ ভর্তি একটি নৌকা আটক করে উপজেলা বন বিভাগ। এ ঘটনায়  দুজনকে আসামি করে মামলা করেন উপজেলা বন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

পরে মামলা তুলে নেয়া জন্য তাকে নানা চাপ দিতে থাকের স্থানীয় প্রভাবশালীরা। এরপর গত ৪ মে বিকেলে সাজ্জাদ হোসেনকে ফোন করে তার কার্যালয়ে যেতে বলেন স্বরূপকাঠির মেয়র গোলাম কবির।

সেখানে গেলে মেয়রসহ আসামিরা তাকে আটক গাছসহ নৌকা ছেড়ে দিতে ও মামলা তুলে নিতে বলে। এতে রাজি না হলে তাকে গালাগালি ও মারধর করা হয়।

হাসান মামুন/এএম/এমএস