ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বীরগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৯ মে ২০১৭

দিনাজপুরের বীরগঞ্জে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জয়ন্ত কুমার (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টায় জয়ন্ত কুমারকে আটক করা হয়। আটক জয়ন্ত কুমার উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুমতৈড় গ্রামের ভবেশ চন্দ্র বুধা রায়ের ছেলে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদ সদস্য জানান, উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুমতৈড় গ্রামের বিয়ের অনুষ্ঠানে চলাকালে সোমবার রাতে জয়ন্ত কুমার একই গ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

বাড়ির লোকজন এসে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং আটক করে ইউনিয়ন পরিষদ চেয়রম্যানকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে গ্রাম্য পুলিশ তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে আটক রাখে।

রাতেই স্কুলছাত্রীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসাপাতাল থেকে শিশুটির পরিবার আসার পর এ ব্যাপারে মামলা করা হবে।

এমদাদুল হক মিলন/এএম/এমএস