ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৫ মে ২০১৫

মোবাইল চার্জের জন্য মাল্টিপ্লাগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আছিয়া খাতুন (২০) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আছিয়া খাতুন ওই গ্রামের কৃষক আনিছুর রহমানের কন্যা এবং মেহেরপুর সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আছিয়া খাতুন নিজ ঘরে মোবাইল চার্জে দেয়। কিন্তু, মাল্টিপ্লাগে কাজ করছিল না। বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় মাল্টিপ্লাগটি মেরামতের উদ্যোগ নেয়। এসময় ঘরে অন্য কেউ উপস্থিত ছিলেন না। মাল্টিপ্লাগ খোলার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন ঘরের মধ্যে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃত্যুর খবরে পরিবার, স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএএস/আরআই