শেখ হাসিনার রাজনীতি মানুষের কল্যাণে : নাসিম
ফাইল ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের কল্যাণ ও দুঃখী মানুষের সেবার জন্য। উন্নয়নের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য নয়।
তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজে অধিক আন্তরিক হওয়ায় দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি লাভ করছে।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচন চাচ্ছেন। নির্বাচন দেয়া হবে শেখ হাসিনার অধীনে, তবে তা ২০১৯ সালের একদিন আগেও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে ওয়াদা দেয় তা পূরণ করেন। খালেদা জিয়া সরকারের সময় দেশ জঙ্গিবাদে ছেয়ে গিয়েছিল। শেখ হাসিনার সরকার জঙ্গিদের দমন করে দেশে জঙ্গিবাদ নির্মূল করেছে।
কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ইউএনও শফিকুল ইসলাম, কাজীপুর সদর ইউপি চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু।
অনুষ্ঠান শেষে মোহাম্মদ নাসিম ১০০টি পরিবারের মধ্যে ৫ লাখ টাকা ও ২০০ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম