ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদা না পেয়ে বাগান কেটে সাবাড়!

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১০ মে ২০১৭

পাহাড়ে দিনের পর দিন বেড়ে চলছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। কোনোভাবেই যেন চাঁদাবাজদের লাগাম টেনে ধরতে পারছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাহাড়ে চাঁদার দাবিতে ফলদ বাগান কেটে সাবাড় করার ঘটনা নতুন না হলেও এবার সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেয়ায় একটি বাগানের শতাধিক ফলদ গাছ কেটে ফেলেছে স্থানীয় সন্ত্রাসীরা।

মঙ্গলবার রাতের আঁধারে খাগড়াছড়ি জেলা সদরের অদুরে আলুটিলা পর্যটন এলাকায় শিক্ষাবিদ মো. রাশেদুল হকের মালিকানাধীন বাগানে এ ঘটনা ঘটে।

শিক্ষাবিদ মো. রাশেদুল হক জানান, বেশ কিছুদিন আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইলফোনে বাগান করতে হলে চাঁদা দিতে হবে জানিয়ে, আলুটিলায় এসে যোগাযোগ করতে বলেছিল। তিনি বিষয়টি পাত্তা দেননি। ফলে যা হওয়ার তাই হয়েছে। সন্ত্রাসীরা রাতের আঁধারে তার বাগানের শতাধিক গাছ কেটে ফেলেছে।

বুধবার বেলা ১১টার দিকে বাগানে গিয়ে তিনি বিষয়টি দেখেছেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছেন। এই বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।

এদিকে, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন জানান তিনি বিষয়টি শুনেছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা দায়ের করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত, মো. রাশেদুল হক খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও রাঙামাটি সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস