প্রধানমন্ত্রী সব এলাকায় সমানভাবে উন্নয়ন করছেন : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আনাচে-কানাচে প্রতিটি এলাকায় সমানভাবে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি কখনো স্থানকে রাজনীতি দিয়ে ভাগ করেন না।
শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বিলকেদার গ্রামে নবনির্মিত মসজিদ ও সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সমান সুযোগ ভোগ করার ব্যবস্থা করে দিয়েছে সরকার।
এ সময় ঈশ্বরদী উপজেলার স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, উপজেলা প্রকৌশলী এনামুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, উপ-সহকারী প্রকৌশলী মোক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীন ৬৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে বিলকেদার গ্রামে ১২শ মিটার রাস্তার কাজ সম্পন্ন হয়।
পরে স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন বোর্ডের পিডিবি-৩ প্রকল্পের আওতায় ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট বিলকেদার সরকার প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভূমিমন্ত্রী।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/পিআর