সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে সালিশ বৈঠকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বাঐতারা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নুর ইসলাম (৫০), শহীদুল ইসলাম (৩৫) ও আব্দুল হাই (২৬) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, বাঐতারা গ্রামের চাঁন মিয়া ও শহীদুল ইসলাম গ্রুপের মধ্যে পূর্ববিরোধ মিমাংসার লক্ষ্যে সালিশ বৈঠক চলছিল। বৈঠকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর