পাথরঘাটায় মাদকসহ ভাই-বোন গ্রেফতার
বরগুনা জেলার পাথরঘাটায় মাদকসহ দুই ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলার মধ্য কালমেঘা এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মধ্য কালমেঘা এলাকার আজহার আলীর ছেলে মো. মনির (৩৫) ও তার বোন রাশেদা বেগম (৩০)।
পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক জব্ধ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রেতাদেরও ধরা হয়।
মনির ও রাশেদা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে জানিয়ে ওসি বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এমএমএ/