ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘বর্তমান সরকার বাকশালকেও ছাড়িয়ে গেছে’

প্রকাশিত: ১১:২৯ এএম, ১৩ মে ২০১৭

বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, বর্তমান সরকার বাকশালকেও ছাড়িয়ে গেছে। দেশে আইনের শাসন নেই। সভা সমাবেশ একটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। অথচ সরকার আমাদের অধিকার কেড়ে নিচ্ছে। সরকারের আচরণ দেখে মনে হচ্ছে দেশে `মার্শাল ল` চলছে।

শনিবার দুপুরে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে বিশেষ সভা বর্জন ঘোষণা করে এসব কথা বলেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, পূর্ব কর্মসূচি অনুযায়ী পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলার নেতাকর্মীদরে সঙ্গে একটি বিশেষ সভায় যোগ দিতে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এবং বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ আরো কয়েকজন নেতৃবৃন্দ। কার্যালয়ের মধ্যে স্থান সংকুলান না হওয়ায় কিছু কর্মী দলীয় কার্যালয়ের বাইরে অবস্থান করেন।

এসময় পুলিশ এসে তাদের কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে বলে এবং লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসময় রিয়াজ সিকদার নামের এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে কেন্দ্রীয় নেতারা সভা বর্জন করে অফিস ছেড়ে চলে যান।

prijpur

কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, শনিবার সকাল ১০টায় আসাদুজ্জামান রিপনসহ কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় পাঁচশতাধিক নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ নেতা-কর্মীদের পিরোজপুরের সভায় যোগ দিতে বাধা দেয়।

তবে এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান পুলিশকে জানিয়েছিল যাদের গলায় কার্ড থাকবে তারা শুধু সভায় অংশ নিবে। অনেকের গলায় কার্ড না থাকায় পুলিশ তাদেরকে চলে যেতে বলে। এসময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে তাদেরকে সরিয়ে দেয়া হয়।

হাসান মামুন/এফএ/আরআইপি