রাজনীতি যার যার উন্নয়ন সবার : বনমন্ত্রী
বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বর্তমান সরকারের সময় উন্নয়নের যে আমূল পরিবর্তন এসেছে তা বিগত সকল সরকারের রেকর্ড ভঙ্গ করেছে। রাজনীতিতে ঐক্যমত না থাকলে উন্নয়ন তরান্বিত হয় না, তাই রাজনীতি যার যার উন্নয়ন সবার।
শনিবার পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট সংলগ্ন ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়া ইউনিয়নের রাস্তা ও বাঁধ পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদফতরের গৃহীত প্রকল্প কর্মসূচির অন্তর্ভূক্ত ওই অনুষ্ঠানে জেপি ইন্দুরকানি উপজেলার সভাপতি আসাদুল কবির তালুকদার, আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মতিউর রহমান, সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, দিলরুবা মিলন ও সাহিদা বেগমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসান মামুন/এফএ/জেআইএম