ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বিএনপির ৯২ নেতাকর্মীর জামিন

প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৫ মে ২০১৭

১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুলিশের গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির ৯২ নেতাকর্মীর জামিন দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরের দিকে আদালতের বিচারক শিরিন কবিতা আক্তার তাদের জামিন মঞ্জুর করেন। একই মামলায় ৬ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন তিনি।

জামিনপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক গাজী আজিজুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক মুন্সী কামাল উদ্দিন, রাশেদুল হাসান রঞ্জন, সহ-সাংগঠনিক সম্পাদক নূর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক মুন্সী আলম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ প্রমূখ।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইনতাজুল হক বাবু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন অ্যাড. ইন্দ্রজিত সাহা, রফিক সরকার ও নাজমুল হাসান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন বাদী হয়ে ৯৪ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ ১২শ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম