ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আয়কর কর্মকর্তা নিহত

প্রকাশিত: ১০:০০ এএম, ১৫ মে ২০১৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সহকারী আয়কর কর্মকর্তা জোবায়ের হোসেন লিটন (৩৬) মারা গেছেন। সোমবার দুপুরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জোবায়ের পাঁচবিবি উপজেলার কাঁটাপুকুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। তিনি জয়পুরহাট আয়কর বিভাগে সহকারী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

নিহতের চাচা সামছুল হুদা দুলাল জানান, রোববার বিকেলে পাঁচবিবি উপজেলার দরগাপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী জোবায়ের গুরুতর আহত হলে তাকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/আরএআর/পিআর