দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় শাহীন হালসনা (৩৫) নামে এক যুবলীগ নেতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নিজ বাড়ির বৈদ্যুতিক মোটরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন দেউলি গ্রামের যুবলীগ নেতা এবং চিৎলা হাসপাতাল মোড় বাজার কমিটির সভাপতি।তিনি দেওলি গ্রামের নাসির হালসনার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শাহীন নিজ বাড়ির মোটরে পানি না উঠায় মোটরের সঙ্গে সংযুক্ত টিউবওয়েল চেপে পানি তুলতে যায়। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত থাকা টিউবওয়েলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন কাজল/আরএআর/পিআর