ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাত-পায়ের আঙ্গুলগুলো জোড়া লেগে যাচ্ছে মাহমুদার

প্রকাশিত: ০৭:৫২ এএম, ১৭ মে ২০১৭

দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর গ্রামে মাহমুদা নামের ৮ বছরের এক শিশু অজ্ঞাতরোগে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাচ্ছে। শিশুটির পুরো শরীরে ফোঁসা উঠে ফেটে গিয়ে আঠালো রস বের হতে শুরু করেছে। ফোঁসার আঠালো রস দিয়ে হাত-পায়ের আঙ্গুলগুলো জোড়া লেগে যাচ্ছে।

শিশুটির বাবা আব্দুর রহিম জানান, ২০১৪ সাল থেকে পাবর্তীপুর ল্যাম্ব হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু কোনো ফল পাচ্ছেন না। মাঝখানে গত বছরের ২৩ ফেব্রুয়ারি এম আব্দুর রহিম (দিনাজপুর) মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারকে দেখিয়েছিলাম। সেখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছিলেন ডাক্তার। কিন্তু অর্থের অভাবে ঢাকার হাসপাতালে নিতে পারি নাই।

তিনি জানান, এখনও পাবর্তীপুর ল্যাম্ব হাসপাতালে চিকিৎসা চলছে। যতই দিন যাচ্ছে, ততই গোটা শরীরে ফোঁসা উঠছে। ফোঁসার যন্ত্রণায় সার্বক্ষণিক ছট ফট করে শিশুটি। তখন নিজেকে খুবই কষ্ট লাগে, কিন্তু কি করব। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছি না।

আব্দুর রহিম তার মেয়েকে বাঁচাতে হৃদয়বান মানুষগুলো কাছে সাহায্য কামনা করেছেন। তাকে সাহায্য পাঠাতে পারে ডাচ্ বাংলা ব্যাংক, দিনাজপুর শাখার সঞ্চয়ী হিসাব নম্বর- ১৭২.১৫১.১৫২৩৯৬ এবং ডিবিবিএল মোবাইল ব্যাংকিং- ০১৭৫১-৩০০১৭৮৩।

এছাড়াও যোগাযোগ করতে পারেন বাবা আব্দুর রহিমের সঙ্গে। মোবাইল : ০১৭৫১-৩০০১৭৮

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর