ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তাসহ নিহত ৩

প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৮ মে ২০১৭

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে পাবনার সুজানগরে উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ দুইজন এবং বেড়ায় ট্রাকের ধাক্কায় এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার উপ-সহকারী ভূমি কর্মকর্তা এবং পাবনা পৌর সদরের নুরপুর মহল্লার আসাদুজ্জামান লিটন (৪৫), সিএনজিচালিত অটোরিকশার চালক সদর উপজেলার ভাড়ারা গ্রামের জিফাত সরদারের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) এবং বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা সবজি বিক্রেতা চাঁদ আলী সরদার (৫০)।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সুজানগর থেকে একটি পিকআপ ভ্যান পাবনার দিকে যাচ্ছিল। ঘটনার সময় পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের তাঁতীপাড়া মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশা উল্টে চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

এরা হলেন- লিটন (৩০), ফরহাদ (৩৫) ও অজ্ঞাত একজন।

অপরদিকে পাবনার বেড়ায় ট্রাকের ধাক্কায় চাঁদ আলী সরদার (৫০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আজিজুল হক (৪০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বেড়া সিঅ্যান্ডবি ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে চাঁদ আলী ও আজিজুল হক ভ্যানে করে সবজি নিয়ে বাজারে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস স্টেশন পাওয়ার একটু আগেই পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাঁদ আলীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় আজিজুল হককে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। পরে বেড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।

একে জামান/আরএআর/পিআর