জয়পুরহাটে পৌরসভার উদ্যোগে চিনিকলের সড়ক নির্মাণ
দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলের সীমানায় প্রায় ১ কিলোমিটার গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কটি রয়েছে জয়পুরহাট পৌরসভার মধ্যে। জেলা শহরের প্রাণকেন্দ্র রেলগেট এলাকা থেকে চিনিকল পর্যন্ত ব্যস্ততম এই সড়কটিতে খানা-খন্দক সৃষ্টি হওয়ায় একদিকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অন্যদিকে ময়লা-আবজর্না আর কাদা-পানি জমে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। এমন জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রশস্তকরণসহ রাস্তাটি পাকা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পৌর কর্তৃপক্ষ।
এ উপলক্ষে শুক্রবার সকালে সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোকাম্মেল হক।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, চিনিকল ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, পৌর কাউন্সিলরগণসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এই রাস্তাটি নির্মাণ সম্পন্ন হলে প্রতিদিন গড়ে দেড় সহস্রাধিক যানবাহনসহ হাজার হাজার মানুষের নির্বিঘ্ন চলাচলের পথ সুগম হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার এ রাস্তাটি আগামী ২ মাসের মধ্যে নির্মাণ করা সম্ভব হবে।
রাশেদুজ্জামান/এফএ/পিআর