গণপিটুনিতে অটোরিকশা চোরের মৃত্যু
ফরিদপুরের চরভদ্রাসন গণপিটুনিতে হেলাল খা (৩০) নামে এক অটোরিকশা চোর নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেলাল খা সদর ইউনিয়নের সবুলাহ শিকদারের ডাঙ্গীর মোসলেম খার ছেলে। এ সময় ঢাকা জেলার খিলগাঁ থানার বাসিন্দা মান্নান মিয়ার ছেলে খোকন মিয়াকে (৪৮) আটক করে স্থানীয়রা।
অটোরিকশার মালিক কোতয়ালী থানার আলীয়াবাদ ইউনিয়নের পাটপাশা গ্রামের বাবুল খা জানান, কাজ শেষে বৃহস্পতিবার রাতে গাজীরটেক ইউনিয়নের তেলেডাঙ্গী গ্রামের রব মোল্যার ছেলে সাঈদের দোকানে অটোরিকশাটি চার্জ দেয়ার জন্য রেখে আসেন। ভোরে জানতে পারেন তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে।
চরভদ্রাসন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রব জানান, চালক বেশে থাকা রহমান নামের এক যুবক জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও হেলাল ও খোকন ধরা পরে। এ সময় ক্ষুদ্ধ জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়।
চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত জানান, হেলালের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আহত খোকনকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে মৃত্যু ও চুরির ঘটনায় পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএম তরুন/আরএআর/এমএস