সাভারে প্রাণ-এর কনসার্টে শিশু নির্যাতন রুখে দেয়ার প্রত্যয়
‘শিশু নির্যাতন রুখে দাও’ স্লোগান নিয়ে সাভারে প্রাণ-এর কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই কনসার্টের আয়োজন করা হয়।
সাম্প্রতিক সময়ে বেড়ে চলা শিশু নির্যাতন প্রতিরোধ এবং এ বিষয়ে গণসচেতনতা তৈরিই এ কনসার্টের মূল লক্ষ্য।
কনসার্টে গান পরিবেশন করেন বাউল ফকির আলমগীর, বিবর্তন ব্যান্ড, কন্ঠ শিল্পী আনিসা, কাজী নওরীন, পাওয়ার ভয়েজ খ্যাত শিল্পী মাসুম।
অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন বিবর্তন ব্যান্ড দল এবং ফকির আলমগীর। এরপর একে একে দর্শকদের মাতিয়ে তোলেন কন্ঠ শিল্পী আনিসা ও কাজী নওরীন। সবশেষে পাওয়ার ভয়েজ খ্যাত শিল্পী মাসুম কাপিয়ে তোলেন মঞ্চ।
পুরো কনসার্টে সঞ্চালকের সঙ্গে কন্ঠ মিলিয়ে শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন হওয়ার প্রত্যয় ব্যক্ত করে হাজার হাজার দর্শক।
এ সময় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর অল টাইম-এর পক্ষে হেড-অব মার্কেটিং মনিরুল ইসলাম, ব্রান্ড ম্যানেজার সামিউর রহমান উপস্থিত ছিলেন।
আল-মামুন/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি