অাখাউড়ায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়ায় স্বরসতি দাস (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের অামোদাবাদ গ্রামের দাসপাড়া মহল্লার নিজবাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই গ্রামের মৃত গোপাল দাসের স্ত্রী। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে প্রমোদ দাস পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় স্বরসতি দাসের সঙ্গে তার ছেলে প্রমোদ দাস ও ছেলের স্ত্রী সবিতা দাসের ঝগড়া হয়। এসময় ছেলের মারধরে অাহত হন স্বরসতি। ধারণা করা হচ্ছে প্রমোদের মারধরেই বৃদ্ধা স্বরসতি নিহত হয়েছেন।তাছাড়া বছর তিনেক অাগে প্রমোদ দাসের নির্যাতনে তার প্রথম স্ত্রী দুই সন্তান নিয়ে বিষপানে অাত্মহত্যা করেছিল।
অাখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে ঘটনার পর থেকেই নিহতের ছেলে পলাতক রয়েছেন।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম