ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

করতোয়া নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:৪৯ এএম, ২১ মে ২০১৭

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে আব্দুল মোমিন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের রাজনগর এলাকার করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোমিন চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া নিপুজিপাড়ার আব্দুল মতিনের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধারের পর পকেটে পাওয়া মোবাইল ফোনের সিমের মাধ্যমে তার পরিচয় পায়।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, নিহত যুবকের পরিবারকে খবর দেয়া হয়েছে। প্রাথমিক সুরতহালে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

সফিকুল আলম/আরএআর/আরআইপি