ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২১ মে ২০১৭

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের গাড়ি লক্ষ্য করে জুতা প্রদর্শনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে। শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ প্রত্যাহারের পাশাপাশি আগামী ১১ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে শুক্রবার উপজেলা পর্যায়ের সভাপতি ও সম্পাদকরা ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করেন। এ সময় তারা জেলা কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদেরকে সম্মানজনক বিদায় দেয়ার জন্য আহ্বান জানান বলে জানা গেছে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের গাড়ি লক্ষ্য করে জুতা প্রদর্শন করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। পরে ওইদিন রাতেই জেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। একই সঙ্গে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোমিন মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম